জেল থেকে মুক্তির পর আড়াই ঘণ্টারও কম সময়ে তরুণ এক অদ্ভুত ঘটনা ঘটালেন। মুক্তি পাওয়ার পরপরই তিনি প্রাক্তন প্রেমিকার বাড়িতে হাজির হন এবং দরজায় বারবার ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকেন।
এর পর, তিনি সেখান থেকে একটি মুরগি চুরি করে পালানোর চেষ্টা করেন। তবে পালাতে গিয়ে পুলিশ তাকে আটক করে, এবং ধরা পড়ার পর তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন।
২৯ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকায় এমন কাণ্ড ঘটেছে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের ভেতর থেকে এক তরুণকে গ্রেফতার করছে পুলিশ। তরুণের হাতে রয়েছে একটি মুরগি। পুলিশকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠেন সেই তরুণ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই তরুণ নাকি সে দিন জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তিনি হাজির হন তার প্রাক্তন প্রেমিকার বাড়িতে। তরুণীর বাড়িতে পলি নামে একটি মুরগি ছিল।
তরুণীর অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক নাকি পলিকে তুলে নেন এবং দরজার বাইরে দাঁড়িয়ে নানা ভাবে তরুণীকে হুমকি দিতে থাকেন। তার পর মুরগিটিকে নিয়ে পালিয়ে যান তরুণ। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ওই তরুণী।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। রাস্তার পাশে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায় তরুণকে। পুলিশ তাকে ঘিরে ধরলে তরুণ কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মুরগির কোনো ক্ষতি করবেন না। তাকে আঘাত দেবেন না দয়া করে।’
তরুণকে শান্ত করে তাকে গাড়িতে ওঠার নির্দেশ দেয় পুলিশ। তরুণকে গ্রেফতার করে মুরগিটিকে উদ্ধার করে তরুণীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
আরএ