পাক-আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮: সামরিক বিবৃতি

পাক-আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে গুলিবিদ্ধ হয়ে আটজন বিদ্রোহী নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

গত রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সফলভাবে সীমান্ত সুরক্ষা বজায় রাখতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি।

ঘটনার বিস্তারিত প্রকাশ না করা হলেও পাকিস্তান সরকার বলছে, সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তানে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে।

বিবৃতিতে আইএসপিআর বলেছে, শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে, উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে এক দল বিদ্রোহীর অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তীব্র গুলি বিনিময়ের পরে আট খাওয়ারিজ নিহত এবং চারজন আহত হয়।

ফিতনা আল খাওয়ারিজ একটি শব্দ যা পাকিস্তান নিষিদ্ধ টিটিপিকে বোঝাতে ব্যবহার করে থাকে। আইএসপিআর বলছে, পাকিস্তান ক্রমাগত আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বলে আসছে।

আইএসপিআর জোর দিয়ে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তার সীমান্ত সুরক্ষিত করতে এবং দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে যোগ করা হয়েছে যে এলাকায় পাওয়া অন্য খাওয়ারিজদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে।

উত্তর ওয়াজিরিস্তানে মার্চের শেষের দিকে আরেকটি অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা করা হয়। নিরাপত্তা বাহিনী সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং ১৬ বিদ্রোহীকে হত্যা করে।

এর আগে গত মাসে, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার বৃদ্ধির মধ্যে সরকার নতুন সামরিক অভিযানের কথা অস্বীকার করেছিল।

আরএ

Share this news on:

সর্বশেষ