কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের প্রাণহানি

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ এপ্রিল) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা বৃষ্টির ফলে বিশাল এ শহরটিতে বন্যা দেখা দেয়।

দেশটির একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়ে শহরের বেশ কিছু দরিদ্র ও প্রত্যন্ত এলাকায় প্লাবন সৃষ্টি হয়েছে।

কিনশাসা প্রদেশের জনস্বাস্থ্যমন্ত্রী প্যাট্রিসিয়েন গংগো আবাকাজি এএফপিকে জানান, আহত অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে। নিহতরা ডুবে গেছেন অথবা বাড়ির দেয়াল ধসে মারা গেছেন।

বৃষ্টির কারণে শহরের প্রধান জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা শহরের কেন্দ্র থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। আশপাশের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

মাসিনা এলাকার বাসিন্দা অরলিন জানিয়েছেন, “দুপুর ২টার দিকে আমরা হঠাৎ দেখলাম যে প্লটের ভেতরে পানি বাড়তে শুরু করেছে এবং তা ক্রমেই বাড়ছিল। কিছু জায়গায় যাতায়াত করা কঠিন হয়ে যাওয়ায় আমরা শিশুদের নিয়ে ঘর থেকে বের হয়ে যাই।”

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, কিছু বাসিন্দাকে ডিঙি নৌকায় বা সাঁতরে রাস্তা পার হতে দেখা গেছে। অনেকেই তাদের বাড়ির দোতলায় আটকা পড়েছিলেন। বন্যার কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ ছাড়া, পার্শ্ববর্তী কোঙ্গো-সেন্ট্রাল প্রদেশও এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিনশাসা শহরে প্রায়ই বন্যা দেখা দেয় এবং এতে বহু মানুষ মারা যায়। এর আগে ২০১৯ সালের নভেম্বরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ৪০ জনের প্রাণহানি হয়েছিল।

এসএস/এসএন

Share this news on: