গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট

ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান। মানবতা ভূলণ্ঠিত হওয়ার দৃশ্য চোখে দেখার পরও কিছু না করতে পারার আফসোস করেন অভিনেতা।

রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে গাজাবাসীদের নির্যাতন প্রসঙ্গে শাকিব লেখেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!
তিনি আরও লেখেন, দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা!

সবশেষে এ অভিনেতা লেখেন, তাদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।

মানবতার পাশে দাঁড়ানো হৃদয় ছোঁয়া এমন পোস্টে আবেগতাড়িত শাকিব ভক্তরা। নেটিজেনরা শাকিবের এ মতামতে সহমত জানান। মন্তব্যের ঘরে গাজাবাসীদের হেফাজত কামনা করেন।

এসএন 

Share this news on: