বলিউড সুপারস্টার রণবীর কাপুরের হলিউডে পা রাখার গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন জেমস বন্ড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যেতে পারে বলে খবর। এই ছবিটি পরিচালনা করবেন মাইকেল বে, যিনি 'ট্রান্সফর্মার্স' ও 'ব্যাড বয়েজ' সিরিজের জন্য পরিচিত। শুটিং শুরু হতে পারে জুন ২০২৫-এ। তবে, রণবীর বা মাইকেল বে-র পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই ছবিতে আনা ডে আর্মাসকে প্যালোমা চরিত্রে আবার দেখা যেতে পারে। এছাড়া, চুয়াটেল এজিওফরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন। নতুন ছবিটি ৫০ বা ৬০-এর দশকের প্রেক্ষাপটে জেমস বন্ডের কাহিনি রিবুট হতে পারে, যেখানে রণবীরের চরিত্রটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এদিকে, রণবীর কাপুর বর্তমানে বলিউডে বেশ কয়েকটি বড় প্রজেক্টে ব্যস্ত। 'রামায়ণ' ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন, যেখানে সাই পল্লবী সীতার এবং যশ রাবণের ভূমিকায় থাকবেন। এছাড়া, সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে তিনি কাজ করছেন। 'ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব' ছবিতেও তাঁর উপস্থিতি নিশ্চিত।
তবে, জেমস বন্ড ছবিতে রণবীরের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। ভক্তরা এই গুঞ্জনকে উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করলেও, অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।
এসএস/এসএন