নিরাপত্তা ভেদ করে শ্রীলীলাকে ঘিরল জনতা!

নিরাপত্তারক্ষীদের সামনেই শ্রীলীলার হাত ধরে টেনে নিয়ে গেল জনতা! নায়িকাকে সামলাতে গিয়ে হিমশিম খেল প্রশাসন। গত কয়েক দিন ধরেই দার্জিলিঙে কার্তিক আরিয়ানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত নায়িকা। অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। ঘটনার ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আউটডোর শুটিংয়ে অভিনেতারা কতটা নিরাপদ? ভিডিয়ো দেখে প্রশ্ন জেগেছে নেটাগরিকদের মনে।

রবিবার রাতের ঘটনা। সদলবলে শুটিং সারছিলেন অনুরাগ। ভিডিয়ো দেখে যা বোঝা গিয়েছে, তাতে কার্তিক-শ্রীলীলা একপ্রস্ত শুটিং সেরে সম্ভবত অন্যত্র যাচ্ছিলেন। শ্রীলীলা পোশাকের উপরে তোয়ালে জড়িয়ে নিয়েছিলেন। সামনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিলেন ছবির নায়ক। পথের দু’পাশে জনতার ঢল। সেই ভিড়ের মধ্যে থেকে আচমকা এক ব্যক্তি নায়িকার হাত ধরে টান দেন। তার পর ভিড়ের মধ্যে মিশে যান তিনি। কাণ্ড দেখে হতচকিত নিরাপত্তারক্ষীরাও। যদিও নিমেষে তাঁরা বিষয়টি সামলে নেন। জনতার হাত থেকে উদ্ধার করেন শ্রীলীলাকে। কার্তিক কিছুটা এগিয়ে থাকায় পিছনে এত ঘটনা ঘটে গিয়েছে, টেরই পাননি!

বিষয়টি বুঝতে পারার পর তড়িঘ়ড়ি তিনি এগিয়ে যান নায়িকার দিকে। তত ক্ষণে শ্রীলীলাও জনতার কবলমুক্ত। দলের সঙ্গে গন্তব্যে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। রুপোলি পর্দার নায়ক-নায়িকা সাধারণের চোখে স্বপ্নলোকের বাসিন্দা। তাঁদের কাছাকাছি পেলে তাই ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা জাগে অনেকের মনে। শ্রীলীলার সঙ্গেও কি তাই-ই ঘটেছে? বলিউডের অন্দরের গুঞ্জন, নায়ক-নায়িকার সাম্প্রতিক প্রেমের গুঞ্জন সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তার উপরে কার্তিক ‘ভুলভুলাইয়া ৩’-এর কল্যাণে সুপারহিট। তারই প্রভাবে সম্ভবত হাতের কাছে পেতেই নায়িকাকে ছুঁয়ে দেখতে চেয়েছে তারা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ ঘর, দগ্ধ ৩ Apr 18, 2025
img
নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : উপ-প্রেসসচিব Apr 18, 2025
img
গাজা সফরকারীদের ভিসা তদন্তে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র Apr 18, 2025
img
উইলিয়ামসনের চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার Apr 18, 2025
img
গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশিরাও Apr 18, 2025
img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025
img
মেঘনা গ্রুপের কাছে তিতাস গ্যাসের বকেয়া ৮৬২ কোটি টাকা Apr 18, 2025
img
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না : পার্বত্য উপদেষ্টা Apr 18, 2025
img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025