গাজায় দেড় বছরে ২৩৪ সাংবাদিক হত্যা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত দেড় বছর ধরে একের পর এক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে অন্তত ২৩৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটসন ইনস্টিটিউ ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের তথ্যের বরাত দিয়ে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গত ১ এপ্রিল তাদের প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যে ধ্বংসযজ্ঞ ইসরায়েলি বাহিনী শুরু করেছে, তাতে এ পর্যন্ত ২৩২ জন সাংবাদিক নিহত হয়েছে। অর্থাৎ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রতি সপ্তাহে গড়ে ১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

এর অর্থ হলো– প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সবমিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছিল, গাজায় গত দেড় বছরে তার চেয়েও বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।

ওয়াটসন ইনস্টিটিউ এই প্রতিবেদন প্রকাশের পর গাজায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী আরও অন্তত দুই সাংবাদিককে হত্যা করেছে বলে আল জাজিরা জানিয়েছে। এদের মধ্যে হেলমি আল-ফাকাবি সোমবার হামলায় নিহত হয়েছে। এর আগে রোববার ইসলাম মাকদাদ নামে এক নারী সাংবাদিক তার স্বামী ও সন্তানসহ নিহত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক দল হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন এক হামলা চালালে প্রায় ১২ জনের মতো নিহত হয়। এ ছাড়া আড়াইশ জনের মতো ইসরায়েলিকে ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা। সেদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এরপর থেকে গত দেড় বছর ধরে গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয় আসছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা এ পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় গাজার ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই এখন বাস্তুচ্যুত।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত : অনুরাগ কাশ্যপ Apr 18, 2025
img
কর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ ঘর, দগ্ধ ৩ Apr 18, 2025
img
নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : উপ-প্রেসসচিব Apr 18, 2025
img
গাজা সফরকারীদের ভিসা তদন্তে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র Apr 18, 2025
img
উইলিয়ামসনের চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার Apr 18, 2025
img
গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশিরাও Apr 18, 2025
img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025
img
মেঘনা গ্রুপের কাছে তিতাস গ্যাসের বকেয়া ৮৬২ কোটি টাকা Apr 18, 2025
img
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না : পার্বত্য উপদেষ্টা Apr 18, 2025
img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025