গাজায় দেড় বছরে ২৩৪ সাংবাদিক হত্যা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত দেড় বছর ধরে একের পর এক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে অন্তত ২৩৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটসন ইনস্টিটিউ ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের তথ্যের বরাত দিয়ে সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গত ১ এপ্রিল তাদের প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যে ধ্বংসযজ্ঞ ইসরায়েলি বাহিনী শুরু করেছে, তাতে এ পর্যন্ত ২৩২ জন সাংবাদিক নিহত হয়েছে। অর্থাৎ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রতি সপ্তাহে গড়ে ১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

এর অর্থ হলো– প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সবমিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছিল, গাজায় গত দেড় বছরে তার চেয়েও বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।

ওয়াটসন ইনস্টিটিউ এই প্রতিবেদন প্রকাশের পর গাজায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী আরও অন্তত দুই সাংবাদিককে হত্যা করেছে বলে আল জাজিরা জানিয়েছে। এদের মধ্যে হেলমি আল-ফাকাবি সোমবার হামলায় নিহত হয়েছে। এর আগে রোববার ইসলাম মাকদাদ নামে এক নারী সাংবাদিক তার স্বামী ও সন্তানসহ নিহত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক দল হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন এক হামলা চালালে প্রায় ১২ জনের মতো নিহত হয়। এ ছাড়া আড়াইশ জনের মতো ইসরায়েলিকে ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা। সেদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এরপর থেকে গত দেড় বছর ধরে গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয় আসছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা এ পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় গাজার ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই এখন বাস্তুচ্যুত।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার Apr 11, 2025
img
নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর চেয়ে ডিসির চিঠি Apr 11, 2025
img
চাঁদপুরের চরে চালু হলো ভাসমান হাসপাতাল Apr 11, 2025
img
১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ Apr 11, 2025
img
এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১০০০ মিলিয়নিয়ার, কোথায় যাচ্ছেন তাঁরা Apr 11, 2025
img
আইপিএল বেছে নেওয়ায় পিএসএলে নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার Apr 11, 2025
img
মেট গালায় শাহরুখ! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস গড়ার পথে কিং খান? Apr 11, 2025
img
আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের Apr 11, 2025
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়লো সোনার দাম Apr 11, 2025
img
শাকিব খানের সাথে কাজ করতে চাইতো না বাংলাদেশি নায়িকারা: মিষ্টি জাহান Apr 11, 2025