ইসরায়েলের পণ্য বয়কটের ডাক গ্রিন ইউনিভার্সিটিতে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন থেকে ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক ও শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরও আজ ইসরায়েলিরা নির্বিচারে গুলি করে হত্যা করছে। আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়। এ সময় তিনি নিহত প্রত্যেক ফিলিস্তিনির রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে সবাইকে দোয়ার করার আহ্বান জানান।
 
এসময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার চরম মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করা।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভাসানচরকে হাতিয়ার দাবি করে হান্নান মাসউদের পোস্ট, সমালোচনা Apr 07, 2025
img
ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী Apr 07, 2025
রাজু ভাস্কর্যে কেন গণপিটুনির শিকার ঢাবি শিক্ষার্থী? Apr 07, 2025
পান্তা ভাতের সঙ্গে ভর্তা-মরিচ খেলে তো অসুবিধা নেই: উপদেষ্টা ফরিদা Apr 07, 2025
ফিলিস্তিনেও একদিন জুলাই আসবে আশা করেন আখতার হোসেন Apr 07, 2025
img
নতুন সিনেমায় মোশাররফ করিম Apr 07, 2025
প্ল্যাকার্ড হাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ Apr 07, 2025
নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন নাসির, মাঠে ফিরেই দেখালেন জাদু! Apr 07, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশ Apr 07, 2025
img
সমালোচিত হয়ে চেন্নাইয়ের বিশ্লেষণ থেকে পিছু হটলেন অশ্বিন Apr 07, 2025