ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারহান ইবনে গফুর। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।
জানা গেছে, আসামি পারভীন চাঁদ মিশু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর গ্রামের প্রয়াত শাহাদাৎ খানের মেয়ে। অন্য আসামি সাবরিনা ইতি মুন্সিগঞ্জ জেলা সদরের দক্ষিণ চর ভাষানচর গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৬টা ৫৭ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন বাংলাদেশ বেতারের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী যুব মহিলা লীগের কতিপয় নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে একে অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করেন।
মিছিলের দুইদিন পর গতকাল (৬ এপ্রিল) এ দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।
এমআর/টিএ