দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ‘ক্রিম আপা’

নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘একাই একশো’ নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। স্মারকলিপি দেয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা।

ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ‘ক্রিম আপা’ খ্যাত বিতর্কিত এই কনটেন্ট ক্রিয়েটর। থানায় গিয়ে মাফ চেয়েও এসেছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার (৭ এপ্রিল) তার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

ঢাকা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।

স্মারকলিপিতে ভিডিও কন্টেন্ট তৈরির জন্য দুই সন্তানকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শারমিন শিলার বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে ‘একাই একশো’ সংগঠনের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলেছি। আমাদের একটি প্রতিনিধি দল সাভারে ইউএনও মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়ার কারণে তিন দিনের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ক্রিম আপা অনেকদিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। জোর করে খাবার খাওয়ানো, চুলে কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেয়াসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করছেন। এই কাজগুলো স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন, ২০১৩ (ধারা ৭০) অনুযায়ী অপরাধ। এই আইনে বলা আছে- শাস্তি: অনধিক পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজধানী ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক! Apr 17, 2025
img
জব্দ হিসাব থেকে কো‌টি টাকা উত্তোলন, প্রিমিয়ার ব্যাংককে জরিমানা Apr 17, 2025
img
চট্টগ্রামে বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার Apr 17, 2025
আসছে ডেসটিনি এমডির নতুন রাজনৈতিক দল, সদস্য সচীব ফাতিমা তাসনিম Apr 17, 2025
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস ! Apr 17, 2025
শোভাযাত্রার আয়োজকদের ভিনদেশি নম্বর থেকে হু ম কি Apr 17, 2025
ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক সমঝোতায় যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল Apr 17, 2025
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে 'সন্তুষ্ট নয়' বিএনপি Apr 17, 2025
আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত Apr 17, 2025
চীনা পণ্যে নতুন করে আরও ১০০% শুল্ক আরোপ করল ট্রাম্প Apr 17, 2025