পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদারকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৭ এপ্রিল, সোমবার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্যসচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রুবেল হাওলাদার উপজেলা দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মো. রুবেল হাওলাদারের বিরুদ্ধে একাধিক পত্রিকায় 'কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ' নিয়ে সংবাদ প্রকাশিত হয় এবং আদালতে মামলাও হয়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তাই তদন্তের ভিত্তিতে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা।
এসএস/টিএ