বরখা-ইন্দ্রনীলের ১৪ বছরের দাম্পত্যে বছর দুয়েক আগেই যতিচিহ্ন পড়েছে। অভিনেতা বর্তমানে ব্যস্ত ছবির শুটিং, প্রচার নিয়ে। অন্যদিকে ব্যক্তিগত জীবন, দাম্পত্য় যন্ত্রণা নিয়ে মুখ খুলে ফের চর্চার শিরোনামে বরখা বিষ্ঠ। বরখাকে দেখে অনেকেই ভেবেছিলেন, বিচ্ছেদর পর তিনি হয়তো মুভ অন করে গিয়েছেন। আদৌ কি তাই? নাকি ছাইচাপা আগুনের মতো এখনও তাঁর মনে রয়ে গিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত? উত্তরটা সম্প্রতি নিজেই দিয়েছেন অভিনেত্রী। তাঁর মনে আজও প্রাক্তনের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে। আর ইন্দ্রনীল? ব্যর্থ দাম্পত্য নিয়ে তাঁর কী মতামত?
অভিনেতা অবশ্য বরখার সঙ্গে বিয়েটাকে ব্যর্থ বলতে নারাজ। ইন্দ্রনীলের কথায়, এই বিচ্ছেদ তাঁর ব্যক্তিগতজীবনে অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। অভিনেতা সম্প্রতি প্রাক্তন স্ত্রীয়ের অভিযোগ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। সেখানেই জানান, কেউ যদি বলেন, “আমাদের বিয়েটা ব্যর্থ, আমি সেটা মানি না। হয়তো চিরস্থায়ী হয়নি, তবে ১৩ বছর সংসার করেছি আমরা। আর একটা সম্পর্ক ‘চিরস্থায়ী’ হবে, এমন ধ্যানধারণা কেন? আমাদের যেমন ভালো মুহূর্ত রয়েছে, তেমন খারাপ লাগার মুহূর্তও রয়েছে। আমদের ব্যক্তিসত্ত্বা একে-অপরের থেকে আলাদা। সেটা সম্পর্কের প্রথম দিন থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরও প্রকট হয়ে উঠেছে। তবে আমাদের বিয়েটা যে ব্যর্থ, সেটা মানতে রাজি নই আমি। অনেকে হয়তো আগেকার উদাহরণ দেবেন, তবে আমার মতে, সেসময়ে বিয়ে টিকে যেত নির্ভরতার কারণে।”
এফপি/টিএ