‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!

ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত আলোচিত সিনেমা ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল প্রতিনিয়ত।

‘জংলি’ টিম থেকে তাই বার বার শো বাড়ানোর দাবিও তোলা হয়। তবে অজ্ঞাত কারণে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকে লেখালেখিও করেন। মাঝে শো দুয়েকটি বাড়িয়েও আবার থমকে যায়। তবে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই জানা গেল কেবল স্টার সিনেপ্লেক্সেই দ্বিগুণ শো বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

অভি জানান, ‘‘আমাদের ‘জংলি’ গল্পের সিনেমা। এই এক সপ্তাহে সেটা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে ছবিটি দেখছেন। একজন দর্শকও খারাপ রিভিউ দেয়নি। এটাই আমাদের জন্য বড় প্রাপ্তির। এমন একটি গল্পের ছবির শো কমিয়ে রাখা হয়েছিল এতদিন; সিনেপ্লেক্সের সবগুলো শাখায় আমাদের মাত্র সাতটি শো দিয়েছিল। অথচ সবগুলো শোয়ের টিকিট অগ্রিম আগেই বিক্রি হয়ে যাচ্ছিল। তারপরও শো বাড়ানো হচ্ছিল না। এক সপ্তাহের মাথায় এসে কেবল স্টার সিনেপ্লেক্সেই শো দ্বিগুণ করা হয়েছে। এটাও এক ধরনের বিজয়।’’

‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষে থেকে জানা যায়, ঈদের দিন ‘জংলি’র কেবল সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৯টি। চতুর্থদিনে সেটা কমিয়ে শো দেওয়া হয়েছিল মাত্র ৬টি। অষ্টম দিনে এসে শো হয় ৮টি। নবম দিনে এসে সিনেমাটির শো দেওয়া হয়েছে ১৪টি । যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ।
জংলি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।

সিয়াম আহমেদ বলেন, ‘‘জংলি’ আমাদের সিনেমা। আমাদের দেশের গল্পের সিনেমা। কমার্শিয়াল অ্যাপ্রোচেই আমরা ফ্যামিলিফ্রেন্ডলি একটি সিনেমা বানিয়েছি। যেমন ধরুন, আমরা ছবিতে শিশুদের ব্যাড টাচ ও গুড টাচের বিষয়টিও তুলে এনেছি। সিনেমাটির জন্য পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে দারুণ একটি গল্প বলার চেষ্টা করেছে। মুক্তির পরদিন থেকে হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার চেষ্টা করেছি। ছবিটি দেখার পর দর্শকরা যে রিঅ্যাকশন দিচ্ছে, তাতে মনে হয়েছে গল্পটি বলতে আমরা সফল। তবে মুক্তির পর দিন থেকে ছবিটি আরও শো পেলে আরও দারুণ কিছু ঘটতে পারতো।’’

প্রথম দিন থেকে বেশি শো না পাওয়ায় দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ এম রাহিম। তিনি বলেন, ‘মুক্তির দিন থেকে দর্শকদের চাহিদা তুঙ্গে ছিল। অথচ আমাদের শো কম দেওয়া হলো, বার বার বলার পরও তারা শো বাড়াল না। কিন্তু আমি বিশ্বাস করি ভালো সিনেমা হলে দর্শকদের কাছে সেটি গুরুত্ব পাবেই। শেষ অব্দি সেটাই ঘটছে।’

‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!

‘জংলি’ সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১৭ এপ্রিল ২০২৫, আজকের নামাজের সময়সূচি Apr 17, 2025
img
গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ২৫ ফিলিস্তিনি Apr 17, 2025
img
১৭ এপ্রিল ২০২৫, আজকের রাশিফল Apr 17, 2025
৮০০ কোটি টাকা লোপাট, সালমানসহ ৩০ জনের বি'রু'দ্ধে দুদকের মা'ম'লা Apr 17, 2025
ডিসেম্বরের পর নির্বাচনের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ বিএনপির Apr 17, 2025
বিডিআর হ''ত্যা''কাণ্ড: জুনেই আসছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন Apr 17, 2025
img
কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের প্রাণ গেল Apr 17, 2025
রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে হারব না: সাকিব Apr 17, 2025
img
প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ পাকিস্তানের কাছ থেকে ফেরত চাইবে বাংলাদেশ Apr 17, 2025
img
তিস্তাপাড়ে চীনের সহায়তায় হাসপাতাল চান নদীভাঙনকবলিত মানুষরা Apr 17, 2025