এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি শুরু থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দর্শকদের কৌতূহল ছিল, এতো সাড়া জাগানো ছবিটি ঠিক কতটা আয় করেছে? সেই প্রশ্নের জবাবে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনেই ‘বরবাদ’ সিনেমা আয় করেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
যদিও আলাদাভাবে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স থেকে আয়ের পরিমাণ জানানো হয়নি, তবে এই মোট আয় বাংলাদেশি সিনেমা হিসেবে এক বড় রেকর্ড বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি এক মাসে আয় করেছিল প্রায় ২৭ কোটি টাকা, সেখানে ‘বরবাদ’ মাত্র এক সপ্তাহেই সেই অঙ্ক স্পর্শ করেছে।
প্রযোজক সূত্রে আরও জানা গেছে, শিগগিরই ‘বরবাদ’ মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এতে করে সিনেমাটির মোট আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিঙ্গেল স্ক্রিনের অধিকাংশ হল শুরুতে দুই সপ্তাহের জন্য ‘বরবাদ’ বুক করলেও দর্শক চাহিদার কারণে নতুন করে রেন্টাল দিয়ে প্রদর্শনের সময় বাড়ানো হচ্ছে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও অভিনয়ে ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য এবং একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
এসএস/টিএ