শাহরুখকে বিয়ে করতে অভিনেতার নাম পাল্টে ফেলেন গৌরী

১৮ বছর বয়সে শাহরুখ খান প্রেমে পড়েন গৌরী ছিব্বারের। তখন থেকেই বোঝেন, তাদের সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে ধর্মের ফারাক—শাহরুখ মুসলিম, গৌরী হিন্দু। তাই প্রথমে পরিবারকে কিছু জানাননি তাঁরা।

তবে যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখনই শুরু হয় জটিলতা। গৌরীর পরিবার কিভাবে এই সম্পর্ক মেনে নেবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান দু’জনেই। সেই সময় গৌরী বুদ্ধি করে শাহরুখের নাম পাল্টে দেন—নতুন নাম দেন ‘অভিনব’।

এক সাক্ষাৎকারে গৌরী বলেন, “শাহরুখ খুব লাজুক আর ছেলেমানুষ ছিল, তাই আমরা ওর নাম বদলে দিয়েছিলাম।”

তবে এই কৌশল খুব বেশি দিন টেকেনি। সম্পর্ক ফাঁস হয়ে যায় এবং তখন সমাজে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। আইনি বিয়ের সিদ্ধান্ত নিলে তা নিয়ে বাড়তি আলোচনার আশঙ্কা করে শাহরুখ নিজের ঠিকানার বদলে বন্ধুর ঠিকানা ব্যবহার করেন বিয়ের কাগজে। কিন্তু কাকতালীয়ভাবে সেই বন্ধুর বাড়িতেই হয় প্রতিবাদ—ছোঁড়া হয় ইঁট-পাটকেল। তবে ততক্ষণে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে।

বিয়ের সময় কেউই ধর্ম পরিবর্তন করেননি। এখনও শাহরুখ মুসলিম আর গৌরী হিন্দু। তাঁদের বাড়ি ‘মান্নাত’-এ হিন্দু ও ইসলাম—উভয় ধর্মের রীতিনীতি পালিত হয়। সন্তানদের বড় করেছেন ধর্ম নয়, মূল্যবোধের ভিত্তিতে।

একবার শাহরুখ বলেছিলেন, “আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমাদের সন্তানেরা ভারতীয়।” এই কথাতেই তাদের দাম্পত্য ও পারিবারিক দর্শনের সারাংশ যেন ধরা আছে।


এসএস/টিএ

Share this news on: