সাংবাদিকের জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ নিশ্চিত করেছেন। অভিযুক্ত পাভেল মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী পাভেল মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো নেতাকর্মী যেন সংগঠনিক সম্পর্ক না রাখেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
সাংবাদিক রাহিদ রায়হান বলেন, ওই নেতাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাই।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের কাছে বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম। সেই সুপারিশের ভিত্তিতে পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ঢাকায় কর্মরত সাংবাদিক রাহিদ রনি অভিযোগ করেন, তার নিজস্ব মালিকানাধীন জমিতে অনুমতি না নিয়ে পাভেল মিয়া ৬ ফুট গর্ত করে প্রায় তিন লাখ টাকার মাটি বিক্রি করেন। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ আনেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিচার দাবি করেন। ওই ভিডিওটি পুরো সিরাজগঞ্জ জেলা জুড়ে ছড়িলে পড়লে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
আরএ/টিএ