হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে এক বৈঠকে আওয়ামী লীগের বিচারের বিষয়ে একমত হয়েছেন নেতারা। এই মতবিনিময় সভাটি ৯ এপ্রিল, বুধবার, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেন। আলোচনায় আওয়ামী লীগের বিচার, দলটির সংস্কার এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে মামলা মোকদ্দমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এনসিপি ও হেফাজত নেতারা চারটি বিষয়ে একমত হন:
১. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখে দাঁড় করাতে হবে।
২. বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে।
৩. নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে।
৪. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।
বৈঠকে আরও আলোচনা হয়েছে ফ্যাসিবাদের সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার বিষয়েও। এই মামলাগুলো দ্রুত প্রত্যাহার এবং নিষ্পত্তি করার প্রস্তাবও উত্থাপিত হয়েছে।
এসএস/এসএন