নববর্ষের শোভাযাত্রায় ফিলিস্তিনের জন্য গাইবেন দেশের ২০০ ব্যান্ড তারকা

এবারের বাংলা নববর্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিশ্বের একটা দেশ ফিলিস্তিন। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধু দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারাবিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব।’

ফারুকী বলেন, ‘এবারের শোভাযাত্রায় ২০০ জন বাংলাদেশি ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন। সেখানে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি ৫০০ মিউজিশিয়ান এতে যোগ দেবেন।’

তিনি বলেন, ‘সারাদেশে নানাবয়সী মিউজিশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন।’

এছাড়াও শোভাযাত্রায় যারা মিউজিশিয়ান আছেন, তাদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘পহেলা বৈশাখের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। দীর্ঘদিনের সাংস্কৃতিক বিভাজন কাটিয়ে উঠতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া, ছায়ানটের অনুষ্ঠান এবার সুরের ধারায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। এবারের শোভাযাত্রায় কৃষকদের গুরুত্ব দেয়া হবে, যা পূর্বে শোভাযাত্রায় খুব একটা প্রতিফলিত হয়নি।’

বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ‘ওয়ারফেজ’ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহ আশাবহ। এবছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরো বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পী হাজির হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামী রোববার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘ব্যান্ড শো’। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী সোমবার (১৪ এপ্রিল) ‘শোভাযাত্রা’ বের করা হবে। বিকেলে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হবে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ এবং ‘ড্রোন শো’। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হবে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’।

একাডেমি সূত্র জানায়, এবছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরো বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শিল্পীদের অংশগ্রহণ।

এফপি 

Share this news on:

সর্বশেষ

img
খুনের বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না: শফিকুর Apr 19, 2025
img
পাকিস্তানি অভিনেত্রী আনুশে আশরাফের বিয়ের বাজনা বাজল তুরস্কে Apr 19, 2025
img
‘আজ থেকে সর্বনিম্ন ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা’ Apr 19, 2025
img
রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের Apr 19, 2025
img
হাসিনা পালানোর কথা শুনে বোরকা খুলে ফেলে দেই: বাঁধন Apr 19, 2025
img
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের Apr 19, 2025
img
প্রথমবারের মতো দক্ষিণি সিনেমায় কারিনা Apr 19, 2025
img
প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি, ঠেকাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু Apr 19, 2025
img
হজের জন্য জমানো টাকা অন্য কাজে খরচ করলে গুনাহ হবে? Apr 19, 2025
img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025