ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‍্যালি

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি।

গতকাল বুধবার (৯ এপ্রিল) দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। সব মহানগরেও এই কর্মসূচি পালন করা হবে।

প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

এসএম/টিএ

Share this news on: