আইপিএলের শিরোপা ধরে রাখার মিশনে খেলছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচের বিপরীতে ৩ টিতেই পরাজয় দেখেছে তারা। সর্বশেষ হারটি দেখেছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।
ঘরের মাঠ ইডেন গার্ডেনসে জয়ের একদম কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকে। ২৩৯ রানের বড় লক্ষ্যে তাড়া করতে নেমে ৪ রানের পরাজয় দেখেছে তারা। দলের এমন পরাজয়ে ক্রিকেটাররা তো অবশ্যই কষ্ট পেয়েছেন মালিক শাহরুখ খানও। তাই ম্যাচ শেষে ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন বলিউড বাদশা।
শাহরুখের বার্তা ক্রিকেটারদের পড়ে শুনিয়েছেন কলকাতার সিইও বেঙ্কি মাইসোর। কিং খান বলেছেন, ‘হারটা দুঃখজনক। আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে অনেক ইতিবাচক দিক রয়েছে।
আমরা লড়াই করতে পারি এবং বড় রান তুলতে পারি। অনেক সময় আমাদের সেরাটাও জয়ের জন্য যথেষ্ট নয়। আমার মনে হয় এই দিনটা তেমনই একটা।’
হারকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে বলে ক্রিকেটারদের এমন বার্তাও দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘আমরা মাত্র একটা শট দূরে থেমেছি।
একটা বল দূরে থেমেছি। এই হারকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের। অভিজ্ঞতা থেকে বলছি, বিপদে পড়লে দলের সংহতি বাড়ে।’
এসএন