টেস্ট ক্রিকেটকে গত বছর বিদায় জানান হেনরিখ ক্ল্যাসেন। যেন দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত সংস্করণের ক্যারিয়ার দীর্ঘ করতে পারেন। কিন্তু প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থামানোর ইঙ্গিতই যেন দিলেন মারকুটে এই ব্যাটার।
তা না হলে ১৮ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে কেন থাকবে না ক্ল্যাসেন।
চুক্তি থেকে কেন সরে গেলে তার কারণ অবশ্য এখনো জানাননি ৩৩ বছর বয়সী ব্যাটার। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্ল্যাসেন। তিনি সরে গেলেও কেন্দ্রীয় চু্ক্তিতে জায়গা হয়নি আনরিখ নরকিয়ার।
নরকিয়ার চুক্তিতে জায়গা না পাওয়ার কারণ তার চোট।
চোটের কারণেই দক্ষিণ আফ্রিকার হয়ে বড় বড় টুর্নামেন্টে খেলা হয় না তার। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে যেমন শুরুতে দলে থাকলেও চোটের কারণে নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার।
অন্যদিকে হাইব্রিড চুক্তি বেছে নিয়েছেন ডেভিড মিলার ও রাসি ফন ডার ডুসেন।
এতে করে বেছে বেছে দ্বিপক্ষীয় সিরিজ কিংবা টুর্নামেন্টে খেলবেন তারা। দুজনের সিদ্ধান্তকে মেনেও নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আর প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সেনুরান মুথুসামি ও ১৮ বছর বয়সী তরুণ বাঁহাতি পেসার কিয়েনা মাফাকা। এ ছাড়া দলের পরিচিত মুখরাই কেন্দ্রীয় চুক্তি আছেন।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন :
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, রিজা হেনড্রিক্স, মার্কো ইয়াসেন, কেশব মহারাজ, কিয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্তাবস, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস।
এসএন