বিভিন্ন বিষয় কেন্দ্র করে বলিউড তারকাদের নিয়ে গুঞ্জন চলতে থাকে। তবে সব কিছু গুঞ্জন এমন নয়। অনেক সময় তারকাদের বিভিন্ন কাজ নিয়েও আলোচনা-সমালোচনা চলতে থাকে। সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে এই অভিনেতা প্রতি সিনেমার জন্য এখন ৫০ কোটি রুপি চাইছেন। আর এবার এ বিষয় নিয়ে তিনি নিজেই স্পষ্ট জানালেন।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া থ্রি’র সফলতার পর তার পারিশ্রমিক বা ড়িয়েছেন। তিনি এখন সিনেমা প্রতি ৫০ কটি রুপি চাইছেন। এবার কার্তিক আরিয়ান অবশেষে মুখ খুললেন নিজের পারিশ্রমিক ঘিরে চলা গুঞ্জন নিয়ে। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ৫০ কোটি রুপি পারিশ্রমিক নেয়া এবং বলিউডের ভেতরের চিত্র নিয়ে কথা বলেন।
কার্তিক বলেন, আমি কি একমাত্র অভিনেতা, যিনি এত পারিশ্রমিক পেয়েছি? অন্যদের নিয়ে তো কেউ কিছু লেখে না, সবাই আমাকেই নিয়ে লেখে। কার্তিক আরও জানান, তার কোনো পিআর টিম নেই। তিনি বলেন, আমার কোনো মুখপাত্র নেই। আমার কোনো পরিবার নেই এখানে। আমার কাকা, বাবা, বোন বা প্রেমিকা নেই যে আমার হয়ে ভালো কথা বলবে আর্টিকেলে বা ইন্ডাস্ট্রিতে।
নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার পথ সহজ ছিল না বলেও জানান তিনি। কার্তিক বলেন, আমি বলিউডের বাইরে থেকে এখানে এসেছি। নিজেই আমি এখানে। তবে কিছু মানুষ অন্য ব্যক্তিদের পরিশ্রমের ফল হিসেবে সফলতা নিতে পারে না। তখন তারা সেই মানুষকে নিয়ে নানা গল্প বানিয়ে ছড়ায়।
কার্তিক আরিয়ানের সিনেমাজীবনের শুরু ‘সোনু কে টিটু কি সুইটি দিয়ে’, এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কার্তিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। তার পরবর্তী সিনেমা ‘তু মেরি ম্যায়, তেরা ম্যায় তেরা তু মেরি’। এই সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
এসএন