জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার
মোজো ডেস্ক 11:41PM, Apr 10, 2025
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সংগঠক দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল, জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
চিঠিতে বলা হয়েছে, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৮ এপ্রিল থেকে এই বহিষ্কার কার্যকর হবে।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আল আমিন (বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব) সাংবাদিকদের জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ আরও কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে।