ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আমেরিকা প্রবাসী জ্যাকব মিল্টনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শহরের চৌরাস্তায় বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী বিএনপি, আইনজীবী, ব্যবসায়ী, খেলোয়াড়, শিক্ষকসহ নানা শ্রেণির মানুষ অভিযোগ করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক তথ্য ছড়িয়ে মির্জা ফখরুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা দাবি করেছেন, মির্জা ফখরুল শুধু ঠাকুরগাঁও জেলার নয়, দেশের অহংকার এবং তিনি একজন নম্র ও ভদ্র মানুষ। মানববন্ধনে উপস্থিত সকলেই অবিলম্বে জ্যাকব মিল্টনকে আইনের আওতায় আনার দাবি জানান।
এসএস