নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর বাজারে মো. মোকাম্মেল হোসেন নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে বনপাড়া পৌর ছাত্রদল নেতা মো. আদনান এর বিরুদ্ধে। আহত মো. মোকাম্মেল হোসেন বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের মৃত মকবুল হোসেন মিয়ার ছেলে।
বুধবার (৯ এপ্রিল) রাতে তার স্ত্রী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে এবং পূর্ব পরিকল্পিতভাবে, ছাত্রদল নেতা আদনান ও তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সঙ্গী করে আরও কিছু লোকজন নিয়ে দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে মো. মোকাম্মেল হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান।
আসামিরা লোহার পাইপ, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি ব্যবহার করে প্রথমে মো. মোকাম্মেল হোসেনের মাথায় ও চোখের উপরে কোপ মেরে তাকে গুরুতর আহত করেন। পরে আরও হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন।
ভিকটিমের স্ত্রী জানান, তার স্বামী মাটিতে পড়ে গেলে আসামিরা তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করেন, যার ফলে মাথা, চোখ, নাক, মুখ, বুকে এবং পিঠে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। এতে করে মাথায় ৮টি সেলাই ও চোখের ওপরে ৪টি সেলাই করতে হয়েছে। বর্তমানে তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফপি/টিএ