রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির উদ্দেশ্যে অপচেষ্টা চালানোসহ দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগে মেঘলা আলমকে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি আরও জানায়, তাকে ‘অপহরণ’ করা হয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে মেঘলা আলমের আইনগত অধিকার অক্ষুণ্ন রয়েছে এবং তিনি চাইলে আইনের আশ্রয় নিতে পারেন বলেও জানানো হয়।
উল্লেখ্য,অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
টিএ/