আমিরের ‘লগান’ সিনেমার সেটে যেভাবে থাকতেন তারকারা

ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা মুভির তালিকার বানালে ‘লগান’ থেকে যাবে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান অভিনীত এবং আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘লগান’ সিনেমা বিশ্ব মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করেছিল। ‘লগান’ সিনেমার প্রতিটি চরিত্রই এখনো মনে রেখেছেন দর্শকরা। দেশে-বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এ সিনেমা নির্মাণে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। তবু প্রযোজক হিসাবে কার্পণ্য করেননি আমির খান।

সিনেমার একটা বড় অংশের শুটিং হয়েছে গুজরাটের ভুজ অঞ্চলে। মাসের পর মাস ধরে শুটিং চলে। সেখানে কোনো হোটেল নয়, একেবারে অস্থায়ীভাবে তারকাদের থাকার জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। দেশে-বিদেশের নানা রকমের খাবারের বন্দোবস্ত করা হয়েছিল।

‘লগান’ সিনেমাতে আমিরের সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র জানান, সিনেমার শুটিং চলাকালীন তারা কেনা পানি তো খেতেনই, এমনকি স্নানও করতেন কেনা পানিতে।

তিনি বলেন, সেটে সব ধরনের খাবার ছিল। বিদেশি অভিনেতাদের জন্য মহাদেশীয় খাবারের বন্দোবস্ত ছিল। তারা ভারতীয় খাবার খেতে পছন্দ করতেন। ব্যবস্থাপনা অসাধারণ ছিল। এসব ছাড়া সিনেমাটি সফল হতো না। আপনার পছন্দের যে কোনো খাবার, পছন্দের যে কোনো জুস, আপনি শুধু নাম বলুন, আপনার কাছে সব হাজির হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর বাসে করে শুটিংস্থলে পৌঁছতেই প্রাতরাশের ব্যবস্থা। যে যত পারো খাও, কেউ কিছু বলার নেই।

অখিলেন্দ্র মিশ্র জানান, আরও একটি দিকে প্রযোজকদের কড়া নজর ছিল। সেটি ছিল পানীয় জলের বিষয়ে। অখিলেন্দ্র জানান, স্থানীয় পানি খাওয়া একেবারে নিষেধ ছিল তাদের। যাতে কেউ জলবাহিত কোনো রোগ দ্বারা সংক্রমিত না হন। স্নান করতেনও সবই কেনা পানিতে, এমনই এলাহি আয়োজন।’

তবে সবার মধ্যে যার ব্যবহার সবার হৃদয় ছুঁয়ে যায় তিনি হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অখিলেন্দ্র বলেন, অত বড় তারকা আমাদের সঙ্গে মাটিতে বসে পড়েছেন। সারাক্ষণ আমাদের সঙ্গে গল্প-আড্ডা দিতেন।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না : পার্বত্য উপদেষ্টা Apr 18, 2025
img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025
img
ভাই সোহেলের ছবি থেকে সরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সালমান খান! Apr 18, 2025
img
রাখাইনে এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি নেই : খলিলুর রহমান Apr 18, 2025
img
উদ্ধার হলো শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু Apr 18, 2025
img
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন Apr 18, 2025
img
গুজরাটে গ্লেন ফিলিপসের বদলি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা Apr 18, 2025
img
ভালুকায় মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Apr 18, 2025
img
ভারতীয় ক্রিকেটারের পরিবর্তে আইপিএলে ডাক পেলেন প্রোটিয়া অলরাউন্ডার Apr 18, 2025