প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে লাখো মানুষের সই

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটন। এই খাতে সম্ভাবনা কাজে লাগাতে হলে কক্সবাজার যাওয়ার প্রধান সড়কটিকে আধুনিক ও নিরাপদ করতে হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের দাবি।

তিনি বলেন, এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। তবু আজও এটি প্রশস্ত হয়নি। অনেক তরুণ গাড়িচালক বেপরোয়া গতিতে গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনা বাড়ছে। হাইওয়ে পুলিশকে বলছি-তারা যেন আইন পকেটে না রেখে প্রয়োগ করেন।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে কক্সবাজার ও বান্দরবানে সাধারণ যাত্রী চলাচলের পাশাপাশি বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য রসদ পরিবহন করা হয়। সরু এই সড়কে অতিরিক্ত চাপের ফলে নিয়মিত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার টানেলের মতো অপ্রয়োজনীয় প্রকল্পে বিনিয়োগ করেছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সোহাইব বলেন, আমরা গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিয়েছি। ৩০ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি সরকার যেন এর মধ্যেই আমাদের দাবি মেনে নেন। আমরা আজকে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছি।

খবর পেয়েছি, যোগাযোগ উপদেষ্টা উদ্যোগ নিচ্ছেন, তবে একটি মহল ব্যক্তিগত স্বার্থে বাধা দিচ্ছে। তাদের সতর্ক করে দিচ্ছি-এই সড়ক ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত আমরা আমরা রাজপথ ছাড়ব না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব। যৌথ সঞ্চালনায় ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমান।

বক্তব্য দেন-চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাঈদী, সিইউজের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক শফিকুল আলম ও মুজিবুল হক, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025
img
ভাই সোহেলের ছবি থেকে সরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সালমান খান! Apr 18, 2025
img
রাখাইনে এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি নেই : খলিলুর রহমান Apr 18, 2025
img
উদ্ধার হলো শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু Apr 18, 2025
img
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন Apr 18, 2025
img
গুজরাটে গ্লেন ফিলিপসের বদলি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা Apr 18, 2025
img
ভালুকায় মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Apr 18, 2025
img
ভারতীয় ক্রিকেটারের পরিবর্তে আইপিএলে ডাক পেলেন প্রোটিয়া অলরাউন্ডার Apr 18, 2025
img
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের Apr 18, 2025