কাজলের পদবি ‘বড়ই একা’, কারণ জানালেন অভিনেত্রী

বলিউড তারকা কাজল শুরু থেকেই নিজের পরিচয়ে আলাদা থাকতে চেয়েছেন। মা তনুজা ও বাবা সোমু মুখোপাধ্যায়ের পদবি নয়, বরং শুধু ‘কাজল’ নামেই পথ চলা শুরু তার। এমনকি বিয়ের পরও স্বামীর পদবি গ্রহণ করেননি তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে কাজল জানান, সিনেমায় আসার আগে মা তনুজা জিজ্ঞেস করেছিলেন, তিনি ‘মুখার্জি’ পদবি ব্যবহার করতে চান কি না। তবে কাজলের জবাব ছিল—"নিজের নামে পরিচিত হতে চাই।"

পারিবারিক পরিচিতি জোরে দর্শক মনে জায়গা করতে চাননি এই অভিনেত্রী।

কাজল বলেন, “আসলে এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। মা বলেছিলেন পিতৃকূল ও মাতৃকূল দুই দিকেই আমার পারিবারিক পরিচিতি জোরালো। সেটা ব্যবহার করতে চাই কি না! আমি অস্বীকার করি।”

কাজল কি ভেবেছিলেন জানতে চাইলে বলেন, “নিজের পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম। অহেতুক পদবির বোঝা নিতে চাইনি। চেয়েছিলাম আমাকে দর্শক কেবল দর্শক হিসেবে চিনুন।’’
কাজলের ঠাকুরদা শশরধর মুখার্জি ছিলেন সিনেমার পরিচালক। এছাড়া দীদা শোভনা সমর্থ ছিলেন অভিনেত্রী এবং দাদু কুমারসেন সমর্থ ছিলেন সিনেমার পরিচালক।

তবে কাজলে মা তনুজাও নামের সঙ্গে মুখার্জি পদবি যোগ করেননি।

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন কাজল। প্রথম সিনেমা হিট না হলেও কাজলের অভিনয় প্রশংসা পেয়েছিল। এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট হয়। এই অভিনেত্রীর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র এর মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

নব্বইয়ের দশকে একের পর এক ‘হিট’ সিনেমা করে কাজল যখন জনপ্রিয়তার ‘তুঙ্গে’ তখন ১৯৯৯ সালে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে করেন সে সময়ের নায়ক অজয় দেবগণকে।

সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তনুজা কন্যা। আর তার আগে ‘তানহাজি’ এবং ‘দ্য আনসাং ওয়ারিয়’ সিনেমায় দেখা গেছে কাজলকে।

ইদানিং ওটিটিতে কাজল নিজের ব্যস্ততা বাড়িয়েছেন। এর মধ্যে ‘দ্য রোমান্টিকস’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজল অভিনয় করেছেন।

আগামীতে করণ জোহরের ‘সারজামিন’ সিনেমায় পাওয়া যাবে কাজলকে। এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সাইফপুত্র ইব্রাহীম আলী খানের।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025
img
ভাই সোহেলের ছবি থেকে সরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সালমান খান! Apr 18, 2025
img
রাখাইনে এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি নেই : খলিলুর রহমান Apr 18, 2025
img
উদ্ধার হলো শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু Apr 18, 2025
img
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন Apr 18, 2025
img
গুজরাটে গ্লেন ফিলিপসের বদলি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা Apr 18, 2025
img
ভালুকায় মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Apr 18, 2025
img
ভারতীয় ক্রিকেটারের পরিবর্তে আইপিএলে ডাক পেলেন প্রোটিয়া অলরাউন্ডার Apr 18, 2025
img
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের Apr 18, 2025