৫৫ বছর বয়সে সমাজের ত্যাবু ভেঙে মাথা কামালেন অভিনেত্রী, শুধু তাই নয়, প্রয়াত স্বামীকে সঙ্গে রাখতে তাঁর ব্লেজার গায়ে জড়িয়ে জমিয়ে ফটোশুট সারলেন অভিনেত্রী। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত 'সৌগন্ধা' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী শান্তিপ্রিয়া। হিন্দি, তামিল তেলেগু সিনেমায় দাপুটে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। তবে নতুন সাহসী লুকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠেছে। ছবিগুলিতে মাথা কামানো অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। নান্দনিকতার সঙ্গে অভিনেত্রীর এই চেহারা ভক্তদের মনে রীতিমতো ঝড় তুলেছে।
শান্তির রূপান্তর কেবল তাঁর সাহসী স্টাইল স্টেটমেন্টকেই তুলে ধরেনি, তাঁর শক্তিশালী ব্যক্তিক্তকেও তুলে ধরেছেন। কয়েক সপ্তাহ আগে অভিনেত্রী ন্যাড়া হয়েছেন। যেখানে চুল মানুষের সৌন্দর্য, বিশেষ করে নারীর সৌন্দর্য, সেই চুলকেই জীবনের খাতা থেকে ছেটে ফেলে সমাজের নতুন উদাহরন রচনা করলেন শান্তিপ্রিয়া। সঙ্গে তিনি তাঁর প্রয়াত স্বামীর বাদামী বর্ণের একটি ব্লেজার পরে তাঁর নান্দনিকতাকে পরিপূর্ণ করলেন।
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শান্তি লিখেছেন, "আমি সম্প্রতি টাক হয়েছি। এতে আমার অভিজ্ঞতা বেশ ভালো। নারী হিসেবে আমরা প্রায়শই জীবনে সীমাবদ্ধতা নির্ধারণ করি, নিয়ম মেনে চলি এবং এমনকি নিজেদেরকে খাঁচায় বন্দী করে রাখি। এই রূপান্তরের মাধ্যমে, আমি নিজেকে মুক্ত করেছি, সীমাবদ্ধতা থেকে মুক্ত করেছি। বিশ্ব আমাদের উপর যে সৌন্দর্যের মান নির্ধারণ করেছে তা ভাঙার ইচ্ছা থেকে মুক্ত এবং আমি আমার হৃদয়ে অনেক সাহস এবং বিশ্বাস নিয়ে এটি অর্জন করেছি। আজ আমার প্রয়াত স্বামী স্মৃতিও আমার সঙ্গে আছে। সেটা হলো তাঁর ব্লেজার। তার শরীরের স্পর্শ। আমি বাইরের সকল নারীর প্রতি শক্তি এবং ভালোবাসা পাঠাচ্ছি।
তবে আমি তাড়াহুড়ো করে মাথা কামানোর সিদ্ধান্ত নেইনি। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। চুল ফেলে আমার অনেক শান্তি লাগছে। আসলে এই ইন্ডাস্ট্রি এতদিন আমার গ্ল্যামার লুক দেখেছে। সুন্দর চুল, সুন্দর ত্বক দেখেছে, এবার দেখি এই লুকে আমাকে কতজন চেনে? আমি কোথাও সুযোগ পাই কিনা, কেউ আমাকে সিনেমায় রোল দেয় কিনা! আমার সন্দেহ ছিল, এই ইন্ডাস্ট্রিতে, নায়িকাদের গ্ল্যামারাস, নিখুঁত, লম্বা, ঝরঝরে চুলের থাকতে হবে। তাই আমি এই কাজ করলাম।" এদিকে, কাজের ক্ষেত্রে, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল তামিল ছবি ব্যান্ড গার্ল। তিনি এখনও তার আসন্ন কোনও প্রকল্পের ঘোষণা দেননি। ১৯৯০ এর দশকে, তিনি ইক্কে পে ইক্কা, মেহেরবান, বীরতা, ফুল অর অঙ্গার, আন্ধা ইনতাকম, মেরে সাজানা সাথ নিভানা এবং সৌগন্ধের মতো বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
এসএম/টিএ