যুক্তরাষ্ট্রে হৃতিকের অনুষ্ঠান নিয়ে গুরুতর অভিযোগ

গত ৬ এপ্রিল বলিউড তারকা হৃতিক রোশন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুরাগীদের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রামনবমীতেই আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। যার নাম রাখা হয় ‘রঙ্গোৎসব’। এ অনুষ্ঠান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

জানা গেছে, রামনবমীতে আয়োজিত সেই অনুষ্ঠানেই রামের নামে গরুর মাংস ও মদ বিক্রি হয়েছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও তুলেও ধরেছেন। আর সেই ছবি ও ভিডিও দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

কলামিস্ট বিবেক বনশল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানস্থলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এর মধ্যে একটিতে, গরুর মাংসের সিঙাড়া অনুষ্ঠানের খাবারের মেনু হিসেবে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে, অনুষ্ঠানে উপস্থিত একজনকে মদ কিনতে ও খেতে দেখা যাচ্ছে। এই সমস্ত কাজকর্মের প্রক্ষাপটে রামের ভজন বাজতেও শোনা যাচ্ছে।

এ ছবি ও ভিডিও শেয়ার করে বিবেক বনশল নামে ওই ব্যক্তি দাবি করেছেন, ‘শ্রী রাম নবমীর পবিত্র অনুষ্ঠান উপলক্ষে, যুক্তরাষ্ট্রে হৃতিক রোশনের অনুষ্ঠান। সেখানেই মদ-গরুর মাংশ সহযোগে পার্টি হতে দেখা যাচ্ছে। যেটাকে হোলি উদযাপন বলে দাবি করা হয়েছে।’

এখানেই শেষ নয়, শুধু তাই নয়, বিবেক বনশল নামে ওই ব্যক্তি দাবি করেছেন, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকি, যাকে ভারত সরকার তার ‘বিপজ্জনক’ জন্য কালো তালিকাভুক্ত করেছে বলে দাবি। এই অনুষ্ঠানে খালিস্তানি যোগ রয়েছে, সেখানে পাকিস্তানিরাও ছিলেন বলে দাবি উঠেছে। আমেরিকার মাটিতে ভারত বিরোধী কর্যকলাপ, যেখানে কিনা আইএসআই এজেন্স রেহান সিদ্দিকি যুক্ত, সেই অনুষ্ঠানের সঙ্গে হৃত্বিক রোশনকে কে বা কারা অংশ নিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিবেক বনশল।

তার ভাষ্য, ‘এটা শুধুই অবহেলা নয়- এটা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি নির্লজ্জকর অবমাননা। ভারত বিরোধী শক্তির সঙ্গে এ ধরনের জোট গঠনের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।

এদিকে হৃত্বিক রোশনের এই অনুষ্ঠানের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। আমেরিকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হৃতিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলা এবং সময় কাটানোর জন্য মোটা অংকের অর্থ খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকরা। ভারতীয় মুদ্রায় ১.২ লাখ রুপির টিকিট কেটে দর্শকরা গিয়েছিলেন অনুষ্ঠানে শুধু অভিনেতাকে দেখার জন্য। কিন্তু দুঘণ্টা অপেক্ষা করার পরেও অভিনেতার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, যুবক গ্রেপ্তার Apr 18, 2025
img
দেশপ্রেম ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না : ধর্ম উপদেষ্টা Apr 18, 2025
যে মেশিনের মাধ্যমে জীবানু দূর হয় Apr 18, 2025
বাংলাদেশকে নি''পী''ড়নের ছায়া থেকে টেনে আনছেন ড. ইউনূস Apr 18, 2025
ওয়াক্ফ আইন ঘিরে ভারত-বাংলাদেশে উ''ত্তে''জ''না Apr 18, 2025
img
বাংলাদেশ মিশনগুলোতে সরকার জনবল বাড়াবে Apr 18, 2025
সিলেটে স্টাম্প উ"ড়ে ফেললেন এনগারাভা: বোলিং দেখে করতালি দিলেন মুজারাবানি! Apr 18, 2025
img
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান Apr 18, 2025
img
‘ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান’ Apr 18, 2025
img
শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা Apr 18, 2025