চেন্নাইয়ের মাঠে ফিরল পুরনো বন্ধুত্বের গল্প। একসময় সতীর্থ, এখন দুই শিবিরে—ধোনি আর ব্রাভো। কেকেআরের হয়ে মেন্টরের ভূমিকায় ব্রাভোকে দেখে মজা করেই ধোনির মন্তব্য, “বিশ্বাসঘাতক এসে গেছে!” আর তাতেই হাসির রোল অনুশীলনে, হইচই নেটপাড়ায়।
প্রাক্তন সতীর্থকে দেখে সিএসকে অধিনায়ক বলেন, ‘এই যে বিশ্বাসঘাতক এসে গেছে।’ যদিও গোটা বিষয়টি মজার ছলেই হয়েছে। আসলে পুরনো সতীর্থকে দেখে এভাবেই তাঁকে স্বাগত জানান মাহি। ধোনির নেতৃত্বে সিএসকে’র হয়ে চারটি আইপিএল ট্রফি জিতেছেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সিএসকে’র হয়ে চুটিয়ে খেলেছেন তিনি। প্রাক্তন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ২০২৩-২৪ সালে সিএসকে’র বোলিং কোচ ছিলেন। তবে এবার তিনি কেকেআরের পরামর্শদাতা।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে গিয়েছে। তাই এবারের আইপিএল অভিযান তাঁর জন্য শেষ। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।