বার্সেলোনার বিরুদ্ধে ‘অযোগ্য ফুটবলার’ খেলানোর অভিযোগ এনে ব্যর্থ হয়েছে ওসাসুনা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটি তাদের অভিযোগ খারিজ করে দিয়েছে।
২৭ মার্চ, আন্তর্জাতিক বিরতির পরপরই অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল ওসাসুনা। ম্যাচে বার্সার ডিফেন্ডার ইনিয়েগো মার্তিনেস খেলায় ফিফার একটি নিয়ম ভঙ্গ হয়েছে দাবি করে অভিযোগ তোলে তারা।
ফিফার নিয়ম অনুযায়ী, যদি কোনো ফুটবলার চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন, তবে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিনের মধ্যে তিনি ক্লাবের হয়ে খেলতে পারেন না— যদি না সংশ্লিষ্ট ফেডারেশন তাকে খেলার অনুমতি দেয়।
মার্তিনেস হাঁটুর চোটে পড়ে স্পেন দল থেকে বাদ পড়েন ১৭ মার্চ। স্পেনের শেষ ম্যাচ হয় ২৩ মার্চ, আর বার্সেলোনা-ওসাসুনা ম্যাচ ২৭ মার্চ। পাঁচ দিনের সময়সীমা না পার হওয়ায়, মার্তিনেসের খেলা নিয়ে আপত্তি তোলে ওসাসুনা।
তবে শৃঙ্খলা কমিটি রায়ে জানিয়েছে, ফিফার নিয়মের ব্যাখ্যা অনুযায়ী মার্তিনেসকে খেলানো বৈধ ছিল। কারণ, পাঁচ দিনের নিষেধাজ্ঞা তখনই কার্যকর হয়, যখন কোনো খেলোয়াড় জাতীয় দলে খেলতে অস্বীকৃতি জানায় বা ক্লাব তাকে ছাড়তে না চায়।
বার্সেলোনা দাবি করে, তাদের খেলোয়াড় স্পেন দলে ডাক পেয়েছিলেন এবং চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন, যা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই হয়েছে।
তবে এখানেই থেমে নেই ওসাসুনা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, তারা আপিল কমিটির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এসএস