কঙ্গনার কাছে বলিউড মঞ্চের পুরস্কারের চেয়ে শাড়ি বেশি মূল্যবান

বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত সম্প্রতি কাঞ্জিভরম শাড়ি পেয়ে দারুণ আনন্দিত হয়েছেন। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ভক্তের পাঠানো শাড়িটি পেয়ে পুরস্কার রেখে শাড়িটিই সযত্নে জড়িয়ে ধরেন।

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি ‘ইমারজেন্সি’-তে নামভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। থিয়েটার হলে মুক্তির পর এখন এটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এই সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়ে এক ভক্ত কঙ্গনাকে একটি চিঠি ও কাঞ্জিভরম শাড়ি উপহার পাঠান।

ইনস্টাগ্রাম স্টোরিতে চিঠিটি শেয়ার করে কঙ্গনা বলেছেন যে বলিউডের পুরস্কার বিতরণের মঞ্চের সেইসব ‘অকেজো ট্রফি’র থেকে এ পুরস্কার তার অনেক বেশি প্রিয়। শাড়িকেই তিনি বেশি মূল্যবান মনে করছেন।

এর আগে বলিউডের এ স্পষ্টভাষী অভিনেত্রী বলিউডের নেপোটিজম, মুখ চেনা লোকেদের বারবার পুরস্কার পাওয়া, তিন-খানের দাপটে কোন নায়িকাকে প্রোটাগনিস্ট হতে না দেওয়াসহ অনেক বড় বড় সমস্যা নিয়ে কথা বলেছেন। কঙ্গনা নিঃসন্দেহে একজন গুণী ও বড় মাপের নায়িকা। কিন্তু তিনি স্পষ্টভাষী হওয়ার কারণে অনেকের কাছেই অপ্রিয়। অনেকেই মনে করেন তিনি আলোচনায় থাকার জন্য এ ধনরনের একটা বলেন।

এসএম/এসএন

Share this news on: