লেগানেসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

বল দখলে শুরু থেকে আধিপত্য দেখালেও গোলের সুযোগ কাজে লাগাতে বেশ ভুগেছে বার্সেলোনা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে পাওয়া একমাত্র গোলই এনে দিল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

শনিবার রাতে লা লিগার ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে, লেগানেস ডিফেন্ডার হোর্হে সায়েন্স ভুলবশত নিজেদের জালেই বল পাঠান।

এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা  মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল বার্সা। বার্সার সংগ্রহ ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট, রেয়ালের পয়েন্ট ৬৩, তবে তাদের ম্যাচ বাকি একটি।

প্রথমার্ধে বার্সেলোনার বল দখলের দিক থেকে দাপট থাকলেও, কার্যকর আক্রমণ ছিল না বললেই চলে। লেগানেস বরং কয়েকটি ভালো সুযোগ তৈরি করে বার্সার রক্ষণকে চাপে ফেলে দেয়। বিরতির পরই রাফিনিয়ার পাস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন সায়েন্স।

ম্যাচে বার্সেলোনার প্রথম লক্ষ্যে শট আসে ৬৯তম মিনিটে ইয়ামালকে দিয়ে। সুযোগ পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি, ফের্মিন লোপেস ও ইয়ামাল, তবে কেউই বল জালে পাঠাতে পারেননি।

এদিকে লেগানেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, আর একটি মুহূর্তে পেনাল্টির আবেদন করলেও তা আমলে নেননি রেফারি।

ম্যাচে কিছুটা উদ্বেগের জায়গাও তৈরি করেছে বার্সার জন্য, তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় থাকার রেকর্ড এখন টানা ২৪ ম্যাচ।

লিগে ৩১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল, অর্থাৎ ১৯তম স্থানে রয়েছে লেগানেস।

এখন ফোকাস চ্যাম্পিয়ন্স লিগে। আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সা। প্রথম লেগে ৪-০ গোলের জয় নিয়ে তারা সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে।



এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক Apr 15, 2025
img
‘ঘুস’ হিসেবে গুলশানে ফ্ল্যাট নেওয়ায় টিউলিপের বিরুদ্ধে মামলা Apr 15, 2025
img
নারী বিশ্বকাপ বাছাই: ৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ Apr 15, 2025
img
স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ Apr 15, 2025
img
সেবায় গতি আনতে পোস্টম্যানরা পেলেন ই-বাইক Apr 15, 2025
img
শ্রীপুরে অগ্নিকান্ড,পুড়লো পোশাক শ্রমিকদের ২২ ঘর Apr 15, 2025
img
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন Apr 15, 2025
img
জিলাপি খাওয়ার আবদার জানানো সেই ওসি প্রত্যাহার Apr 15, 2025
img
ঈদ পরবর্তী সময়টা শ্বশুরবাড়িতে, রাজীব-মেহজাবীনের ঘরোয়া মুহূর্ত নেটদুনিয়ায় প্রশংসিত Apr 15, 2025
img
বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বশিরউদ্দিন Apr 15, 2025