শিল্পীদের রাজনীতি করা উচিত নয় : জেমস

জেমস, নাম শুনলেই একটি ছবি ভেসে ওঠে সবার মননে, ভেসে ওঠে এক রকস্টারের অবয়ব। যার গানে বহু রাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণের, যে না থাকলে জমে না কোনো উৎসবের আসর। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক মাহফুজ আনাম জেমসকে প্রশ্ন করা হয়, কখনো রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কি না? সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ‘ও আসেই। জীবনে অনেক এসেছে।

রাজনীতিসচেতন হতে পারেন। তবে শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়।’

এক প্রশ্নের জবাবে জেমস আরো বলেন, ‘শিল্পীদের যদি রাজনীতি করতেই হয়। তবে সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।



এমআর/টিএ


Share this news on: