গাজীপুরের কালিয়াকৈরের আশিকনগর এলাকায় পুকুর থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মাইক্রোবাসটি উদ্ধার করে। তবে মাইক্রোবাসটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কের পাশে আশিকনগর এলাকায় পুকুরের পানির মধ্যে একটি মাইক্রোবাস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসটি কে বা কারা ওই পুকুরের মধ্যে ফেলে গেছে তা কেউ বলতে পা পারছে না। তবে ওই সড়কে মাঝেমধ্যে চুরি-ডাকাতি লেগেই থাকে। অনেকের ধারণা, রাস্তায় ডাকাতি করতে এসে ডাকাতদলের সদস্যরা মাইক্রোবাসটি পুকুরে ফেলে যেতে পারে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটির মালিক এখনো শনাক্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এমআর/টিএ