বিগত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব দেখেছি: সারজিস আলম

‘বিগত ১৬ বছরে যে বাংলা নববর্ষগুলো ছিল, এই নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়; বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি।’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আরও বলেন, ‘তাদের মতো করে দলের যেমন ছিল, বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওই রকম করে কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোর বিভিন্ন ধরনের সেগমেন্ট তৈরি করা হতো, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।’

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাগর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গত ৫ আগস্ট সরকার পতনের দিন ঢাকার মেরুল বাড্ডা থানার সামনে মিছিলে অংশ নিয়ে গুলিতে নিহত হন সাগর। আজ কবর জিয়ারত শেষে সাগরের মা-বাবাসহ স্বজনদের খোঁজ-খবর নেন সারজিস। একইসঙ্গে তার পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে বা ক্ষমতার জায়গা থেকে কোনও কিছু চাপিয়ে দেওয়া, এটি কখনোই সাসটেইনেবল নয়। এটি কখনও আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে অলরেডি দিয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে যা ধারণ করি, আমরা সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আগামীতেও যারাই সরকারের দায়িত্বে থাকুক না কেন, তারা যেন ক্ষমতাকে ব্যবহার করে কোনও কিছু চাপিয়ে দেওয়ার এই সাহসটুকু না করে এবং তাদের জায়গা থেকে বরং আমাদের প্রকৃত যে সংস্কৃতি, সেটাকে ধারণ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা যেন তারা রাখেন।’

গাজায় গণহত্যার বিষয়ে সারজিস বলেন, ‘আমরা পুরো বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকে একটি বার্তাই দিতে চাই, ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলিম ভাইদের সঙ্গে যেটা হচ্ছে, এটা একটা গণহত্যা। এই গণহত্যার যে রক্ত, এই রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে, এই রক্তের দাগ নেতানিয়াহুকে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে, এটা দেশ হতে পারে, ব্যক্তি হতে পারে, তাদের প্রত্যেকের গায়ে আছে। আমরা বাংলাদেশের একজন মানুষ হিসেবে পুরো পৃথিবীর কাছে এই আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে ফিলিস্তিনের গাজায় যে ভাইয়েরা আছেন, তাদের পক্ষে কথা বলুন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির নেতা নয়ন তানবীরুল বারি, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে ওই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম Apr 16, 2025
অপেশাদার আচরণের অ'ভি'যোগ 'তাণ্ডব' টিমের বি'রু'দ্ধে Apr 16, 2025
শান্তদের হারাতে কতটা প্রস্তুত শন উইলিয়ামসরা! Apr 16, 2025
স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেককে যে রায় দিয়েছে আদালত Apr 16, 2025
পুলিশ ফাঁড়ির মধ্যেই কেন্দ্রীয় সমন্বয়কের উপর হা-ম-লা করল বিএনপি নেতারা Apr 16, 2025
img
এমবাপের ১ ম্যাচের নিষেধাজ্ঞা বার্সেলোনা সহ-সভাপতির চোখে ‘হাস্যকর’ Apr 16, 2025
জুলাই শ'হিদের মা"ম"লা নিয়ে আর্থিক লেনদেনের অ'ভি'যো'গ Apr 16, 2025
বহুদিন পর স্বামী শাকিলকে কাছে পেয়ে গল্পে মাতলেন ফারজানা! Apr 16, 2025
মোটিফ নির্মাণকারী মানবেন্দ্রর বাড়িতে আ''গু'ন নিয়ে যা বললেন ফারুকী Apr 16, 2025
img
জলবায়ু অভিযোজন প্রকল্পে বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি Apr 16, 2025