সম্প্রতি জানা গেছে প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জি এবার মুম্বাইয়েও হিন্দি ধারাবাহিকে প্রযোজনা করবেন। স্টার জালসার ‘কথা’ ধারাবাহিক বাংলায় জনপ্রিয়। তারই হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে। ওই ধারাবাহিকের প্রযোজনায় রয়েছে প্রসেনজিতের নিআইডিয়াজ প্রযোজনা সংস্থা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এদিকে প্রযোজক রাজ চক্রবর্তীও হিন্দি ধারাবাহিকে পরিচালনা করতে চলেছেন । রোববার (১৩ এপ্রিল) তাকে গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিয়োয় শুটিং করতে দেখা গিয়েছে।
তিনি পরিচালনা করছেন ‘অনুপমা’-খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়কে। বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ হিন্দিতে তৈরি হতে চলেছে। নাম ‘তু দিল মে ধড়কন’। তারই পরিচালনা করছেন রাজ।
প্রতিবেদনে আরও বলা হয়, দেখানো হবে ধারাবাহিক ‘অনুপমা’য়। সেই কয়েকটি পর্ব রাজ শুটিং করছেন। ধারাবাহিক বন্ধ বা শেষের কোনও প্রশ্নই নেই। এটি ধারাবাহিকের ভিতরে আরও একটি ধারাবাহিকের প্রচার। এটিই হালফিলের ধারা, যা বলিউডে যথেষ্ট জনপ্রিয়। সেই শুটিংয়ে অংশ নিচ্ছেন রূপালি এবং ‘তু দিল মে ধড়কন’-এর শিশুশিল্পী।
আরএম/টিএ