ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে শীর্ষ চারে নিউক্যাসল
মোজো ডেস্ক 08:04AM, Apr 14, 2025
ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছে। সেন্ট জেমস পার্কে রোববারের ম্যাচে শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়লেও আলেহান্দ্রো গার্নাচোর গোল দিয়ে সমতা আনে সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে নিউক্যাসল আরও তিন গোল করে সহজ জয় পায়।
নিউক্যাসলের হার্ভি বার্নস দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন, আর ব্রুনো গিমারেসও এক গোল করেন। প্রথমার্ধে সান্দ্রো তোনালি নিউক্যাসলকে এগিয়ে দেন, কিন্তু গার্নাচো তার সমান গোল করে ম্যাচে ফিরে আসেন।
দ্বিতীয়ার্ধে নিউক্যাসল দ্রুত এগিয়ে যায়। বার্নসের দুটি গোল এবং গিমারেসের গোল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
নিউক্যাসল ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে।