বলিউডে ষাটোর্ধ্ব অভিনেতা সানি দেওল আবারও প্রমাণ করলেন যে অ্যাকশন মানেই তিনি। ১০ এপ্রিল মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘জাট’-এ বলবীর সিংয়ের চরিত্রে রাগী মেজাজে দেখা গেছে তাঁকে, যেটি ট্রেলারেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সিনেমায় তাঁর ধামাকাদার এন্ট্রি আর দুর্দান্ত অ্যাকশন দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে।
বক্স অফিসে ছবিটি সালমান খানের ‘সিকান্দার’-এর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও, ‘জাট’ বেশ ভালো সাড়া ফেলেছে। দর্শকের উচ্ছ্বাস এবং প্রশংসায় খুশি সানি দেওল নিজেও। তবে সবকিছুর মাঝেই ছিল একটুখানি আক্ষেপ।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানি দেওল বলেন,
"দর্শকরা বরাবর আমার রাগী ইমেজকেই ভালোবেসেছেন। আমি যখন রোম্যান্স করেছি তখন সেটা পছন্দ হয়নি।"
তিনি আরও বলেন,
"সবকিছুরই আলাদা আলাদা অনুভূতি আছে। রাগ তো তখনই হয় যখন কিছুতে বিরক্তি আসে। চরিত্র অনুযায়ী যখন রাগী ইমেজ দরকার হয়, তখন সেটা করি। কিন্তু একই ছবিতে আমি রোম্যান্সও করি, সেটার কথা দর্শক মনে রাখেন না।"
সানি দেওলের এই মন্তব্যে বোঝা যায়, দর্শকের ভালোবাসার পাশাপাশি তিনি নিজের অভিনয়ের নানা দিক তুলে ধরতে চান। তবে ‘জাট’-এর সাফল্যে আবারও প্রমাণিত হয়েছে, বলিউডে এখনো ‘ধাই কিলো কা হাত’ দর্শকের মনে যথেষ্ট প্রভাব রাখে।
এসএস/এসএন