স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, "আজ সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব দেশে ফিরবেন। তিনি বিমানবন্দরের ১ নম্বর গেট ব্যবহার করবেন।"
গত ৬ এপ্রিল স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। এর আগেও, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একই কারণে তারা সিঙ্গাপুরে গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তি পাওয়ার পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন এবং এরপর থেকেই প্রতিবছর ফলোআপ পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যেতে হয় তাকে।
বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এসএস/এসএন