পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। চলতি মাসের শেষ দিক থেকে পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র হজ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা।
আগামী ২৩ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে।
তবে যাদের আবাসিক অনুমতি (ইকামা) মক্কা শহর থেকেই ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে।
এ বছর প্রায় ২০ লাখ মুসলমান হজে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি সরকার জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকলে কেবলমাত্র সেসব বাসিন্দারা শহরে অবস্থান করতে পারবেন। তবে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের নেয়া এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে বলে আশা কর্তৃপক্ষের। এর আগে হজ সামনে রেখে ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরা পারমিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এসএন