ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল (রোববার) একাদশ রাউন্ডের মধ্য দিয়ে। ১১ ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে কোন ছয়টি দল জায়গা করে নিয়েছে এবারের সুপার লিগে।
গ্রুপ পর্বে সবার ওপরে রয়েছে আবাহনী লিমিটেড। দলটি ১১ ম্যাচে ৯টি জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট নিয়েই দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে আছে তারা।
তৃতীয় স্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি ৮টি ম্যাচে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে।
গুলশান ক্রিকেট ক্লাব রয়েছে চতুর্থ স্থানে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দলটি ১১ ম্যাচে ৭টি জয় পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তারাও সমান ৭ জয় পেয়েছে।
ষষ্ঠ ও শেষ দল হিসেবে লিজেন্ডস অব রূপগঞ্জ জায়গা করে নিয়েছে সুপার লিগে। দলটি ১১ ম্যাচে ৬টি ম্যাচ জিতেছে।
এদিকে, গ্রুপ পর্ব শেষে ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব চলে গেছে রেলিগেশন রাউন্ডে।
আগামী বুধবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব।
এসএস/এসএন