টানা বাজে ফলাফলের দায়ে সেভিয়ার কোচের পদ হারালেন গার্সিয়া পিমিয়েন্তা। লা লিগায় টানা চার ম্যাচে পরাজয়ের পর ক্লাবটি ৫০ বছর বয়সী এই স্প্যানিশ কোচকে বরখাস্ত করেছে।
সর্বশেষ ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হারার পর, সোমবার এক বিবৃতিতে গার্সিয়ার সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সেভিয়া। বর্তমানে দলটি ৩১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে, যা অবনমন অঞ্চলের থেকে মাত্র ৭ পয়েন্টের ব্যবধান।
গত জুলাইয়ে দুই বছরের চুক্তিতে সেভিয়ায় যোগ দিয়েছিলেন গার্সিয়া। এর আগে তিনি লাস পালমাসকে লা লিগায় তুলে আনার পাশাপাশি তাদের শীর্ষ লিগে টিকিয়ে রাখার কৃতিত্ব দেখান। তবে সেভিয়ায় তার ম্যান্ডেট খুব বেশি দীর্ঘ হলো না।
গার্সিয়ার বিদায়ের পর তিন বছরের মধ্যে সেভিয়াকে এবার ষষ্ঠ কোচ নিয়োগ দিতে হচ্ছে, যা ক্লাবটির সাম্প্রতিক অনিশ্চিত পরিস্থিতিরই প্রতিফলন।