হলিউডের আলো ঝলমলে জগৎ পেছনে ফেলে শিক্ষার পথে যাত্রা শুরু করেছিলেন এমা ওয়াটসন। হ্যারি পটারের হারমায়োনি গ্রেঞ্জার থেকে বাস্তবের জ্ঞানপিপাসু এমা, যিনি ব্রাউনে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করে অক্সফোর্ডে ‘ক্রিয়েটিভ রাইটিং’ বিষয়ের ওপর স্নাতকোত্তর শেষ করেছিলেন।
কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে পিএইচডি ডিগ্রির কার্যক্রম শুরু করলেও হঠাৎই সবকিছু থেমে গেল তার। কেন? ঠিক কী ঘটেছে? প্রকাশিত এমার এই সংবাদকে ঘিরে এবার শুরু হয়েছে গুঞ্জনের ঝড়।
মার্কিন গণমাধ্যম মেইল অনলাইনে এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এমা ওয়াটসন তার ডক্টরেট ডিগ্রি কোর্সটি শেষ করতে পারেননি।
এদিকে প্রতিবেদক হ্যারিয়েট কিয়ান লিখেছেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, এমা ওয়াটসন অক্সফোর্ডে তার ‘ক্রিয়েটিভ রাইটিং’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। যদি তিনি মাস্টার্স সম্পন্ন না করে থাকেন, তবে অধিকাংশ হিউম্যানিটিজ বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকবে না তার।”
এদিকে অভিনেত্রীকে প্রায় সময়ই দেখা যেত ওরিয়েল কলেজে, যেখানে তার কথিত প্রেমিক ম্যাথিউ জ্যানি পড়াশোনা করেন।
নয় বছর বয়সে এমা ‘হ্যারি পটার’ সিরিজের হারমায়োনি চরিত্রের মাধ্যমে হলিউডে পা রাখেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত হ্যারি পটারকে ঘিরে ধারাবাহিকভাবে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন এই সুন্দরী। এরপর এমা ওয়াটসন তার পড়ালেখার পাশাপাশি চলচ্চিত্রের কাজেও নিজেকে জড়িত রাখেন।
তবে অভিনেত্রীকে সবশেষ দেখা যায় ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লিটল ওমেন’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। এমার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন ফ্লোরেন্স পুগ, টিমোথি চ্যালামেট, জেমস নরটনসহ আরও অনেকে।
আরএম/এসএন