শ্যাম্পু ছাড়া মাথা পরিষ্কারে সমাধান

নিয়মিত শ্যাম্পু করতে করতে ক্লান্ত? ড্রাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে পারেন বিশেষ একটি উপাদান। কেন এবং কী ভাবে সেটি মাখবেন, জেনে নিন।

শ্যাম্পুর বদলে কী মাখবেন?

মাথার ত্বক পরিষ্কার রাখা খুব জরুরি বলেন কেশচর্চা শিল্পীরা। কিন্তু তা বলে প্রতিদিন শ্যাম্পু করাও ঠিক নয়। বিশেষত বাজারচলতি শ্যাম্পুতে থাকা রাসায়নিকের খারাপ প্রভাব পড়ে চুলেও। তা ছাড়া নিয়মিত শ্যাম্পু করার ঝক্কি তো কম নয়!

তবে এর সমাধান হতে পারে ‘মাইসেলার ওয়াটার’। মূলত ত্বক পরিষ্কার করতেই ব্যবহার হয় এটি। জলের মতো দেখতে তরলটি মুখ থেকে প্রসাধনীর পরত তোলার জন্য কাজে লাগে। মুখের ময়লা, তেল পরিষ্কার করতে মৃদু ক্লিনজ়ার হিসাবে কাজ করে এটি।

‘মাইসেলার ওয়াটার’ যদি ড্রাই শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়?

‘মাইসেলার ওয়াটার’ দিয়ে মুখ পরিষ্কার হয়। আর তা দিয়ে যদি মাথার ত্বক পরিষ্কার করা যায়? সাধারণ শ্যাম্পুর মতো মাথায় লাগিয়ে ঘষা নয়, বরং তুলোয় ‘মাইসেলার ওয়াটার’ নিয়ে মাথার ত্বকের তেল, ধুলো ময়লা যদি পরিষ্কার করা যায়, তাতে কী হতে পারে? মুম্বইয়ের ত্বকের চিকিৎসক সোনালি কোহলি বলছেন, ‘‘মাথার ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য এটি একটি কার্যকরী উপায়। বিশেষত, ত্বকের ধরন স্পর্শকাতার হলে এ ভাবে কিছুটা হলেও মাথা পরিষ্কার করে নেওয়া যায়।’’

সুবিধা কী?
· পরিস্রুত জল, গ্লিসারিন, রাসায়নিক-মুক্ত সারফ্যাকট্যান্ট্‌স থাকে মাইসেলার ওয়াটারে।
· প্রতিদিন শ্যাম্পু করার দরকার হয় না। অথচ অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে ফেলা যায়। হয়তো কোনও অনুষ্ঠান আছে, শেষ মুহূর্তে শ্যাম্পু করার সময় হয়নি। তখনও এটি কাজে আসতে পারে। তবে চিকিৎসক মনে করাচ্ছেন, এতে খুব সামান্যই পরিষ্কার হয়। চুল এবং মাথার ত্বক ভাল ভাবে পরিষ্কারের জন্য শ্যাম্পুতে যতটা কাজ হয়, মাইসেলার ওয়াটারে তেমনটা হয় না।
· অনেক শ্যাম্পু চুল রুক্ষ করে দেয়। তবে মাইসেলার ওয়াটার ব্যবহারে সেই ভয় থাকে না।
· মাথার ত্বক স্পর্শকাতর বা শুষ্ক হলেও মাইসেলার ওয়াটার ক্লিনজ়ার বা ড্রাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করা যায়।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদটা দরকার ছিল:মেলিন্ডা গেটস Apr 16, 2025
যেভাবে এআই নির্ভর পদ্ধতি জন্ম দিলো বিশ্বের প্রথম শিশু Apr 16, 2025
নির্দেশ অমান্য করায় হার্ভার্ডে অনুদান স্থগিত ট্রাম্পের Apr 16, 2025
রাশিয়ার সামনে টিকল না মার্কিন যুদ্ধবিমান Apr 16, 2025
ওপারে পাড়ি জমালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ Apr 16, 2025
যুক্তরাষ্ট্রের ৩৩ মিলিয়ন ডলারের ড্রোন ভূপাতিত, নেপথ্যে কারা? Apr 16, 2025
মন গলেনি ট্রাম্পের, ৪৮ ঘণ্টা না পেরোতেই অস্বীকার করলেন শুল্ক ছাড়ের খবর Apr 16, 2025
ভারতীয়দের হজ কোটা কমানোর ঘোষণা সৌদির Apr 16, 2025
ছয় বছর পর আবার ‘ম্যাচ-সেরা’ ধোনি! Apr 16, 2025
টানা হার নিয়ে যে অভিযোগ চেন্নাই অধিনায়ক ধোনির Apr 16, 2025