নামাজ পড়া হারাম যে সময়ে

নামাজ ইসলামের মূল ভিত্তি। নামাজ ইসলামের প্রাণ। মুমিন ও কাফেরের মাঝে বড় পার্থক্য নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামি শরিয়তে বিদ্ধমান রয়েছে। নামাজ আদায়ের জন্য নামাজের সময় হওয়া জরুরি। তাই কিছু সময় এমন আছে, যে সময়গুলোতে নামাজ আদায় করা নিষিদ্ধ।

নামাজের নিষিদ্ধ সময়

দিনরাতে তিনটি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, মহানবী সা. বলেন, ১. আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত আর কোনও নামাজ নেই। ২. ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোন নামাজ নেই। (বুখারি, মুসলিম, মিশকাত ১০৪১)

হযরত উকবা বিন আমের রা. বলেন, আল্লাহর রসুল সা. আমাদেরকে তিন সময়ে নামাজ পড়তে ও মুর্দা দাফন করতে নিষেধ করতেন। ১. ঠিক সূর্য উদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত, ২. সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত। ৩. সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত। (মুসলিম, আহমাদ, মুসনাদ, আবু দাউদ, নাসাঈ) যেহেতু এই সময়গুলিতে সাধারণত কাফেররা সূর্যের পূজা করে থাকে তাই। (মুসলিম, মিশকাত ১০৪২)

হযরত সাহাবি উকবা বিন আমের জুহানি রা. বলেন, ‘তিনটি সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে ও মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়।’ (সুবুলুস সালাম ১/১১১, মুসলিম ১/৫৬৮)
সূর্য উঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফকিহরা গবেষণা করে দেখেছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে ২০ মিনিট সময় লাগে। অর্থাৎ আবহাওয়া অফিস যদি বলে, সকাল ছয়টায় সূর্য উঠবে, তার মানে ৬টা ২০ পর্যন্ত সব ধরনের নামাজ থেকে বিরত থাকতে হবে।

সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ। আরবি ভাষায় এ সময়কে ‘জাওয়াল’ বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা জায়েজ। সূর্য মাথার ওপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফকিহরা সতর্কতাবশত সূর্য মাথার ওপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন।

সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। মাওলানা ইউসুফ লুধিয়ানাভী রহ. বলেন, এ তিন সময়ে জানাজার নামাজ এবং মৃতকে দাফন করাও নিষেধ। তবে মৃতকে তাড়াতাড়ি দাফন করার প্রয়োজন হলে জানাজা পড়িয়ে দাফন করার অনুমতি আছে।

এছাড়াও কেউ যদি কারণবশত আসর নামাজ পড়তে ভুলে যায়, তাহলে সূর্য ডুবতে শুরু করার আগে আগে আসরের নামাজের নিয়ত বাঁধলে আর এর মধ্যে সূর্য ডোবা শুরু হয়ে গেলে নামাজ আদায় হয়ে যাবে। সূর্য ডোবা শুরু হয়ে গেলে আর আসর নামাজ পড়ার সুযোগ থাকে না। তখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়।

সময়ের আগে বা পরে নামাজ পড়া

কেউ হয়ত জোহরের নামাজ পড়ে জানতে পারল, যে সময় সে নামাজ পড়েছে সে সময় জোহরের ওয়াক্ত ছিল না, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তবে তার আর দ্বিতীয়বার কাজা পড়তে হবে না। সে ইতিপূর্বে যে নামাজ পড়েছে সেটাই কাজার মধ্যে গণ্য হয়ে যাবে।

কিন্তু যদি কেউ নামাজ পড়ে জানতে পারে, ওয়াক্ত হবার পূর্বেই নামাজ পড়েছে, তবে সেই নামাজ আদৌ আদায় হবে না, পুনরায় পড়তে হবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওয়াক্ত বা সময় হওয়া জরুরি। ওয়াক্তের আগে কখনই নামাজ আদায় হবে না।

বিতির নামাজের সময়

বিতির নামাজের ওয়াক্ত এশার পর হতেই শুরু হয়। সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত থাকে। কিন্তু রাত দ্বিপ্রহরের পরও বেতর নামাজের ওয়াক্ত মাকরুহ হয় না। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, যদি শেষ রাতে উঠার দৃঢ় বিশ্বাস থাকে, তবে তার বিতির নামাজ শেষ রাতে পড়াই উত্তম। যদি শেষ রাতে ঘুম ভাঙার সম্ভাবনা না থাকে, তবে এশার পর ঘুমাবার পূর্বে বিতির পড়ে নেয়া উচিত।

যে সময়ে নামাজ পড়া উচিত নয়

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেনও সূর্যোদয় বা সূর্যাস্তের সময় নামাজ পড়ার চেষ্টা না করে। হযরত আবু সাঈদ আল-খুদরি থেকে বর্ণিত আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, সকালের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনও নামাজ নেই। আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত কোনও নামাজ নেই।

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়া যাবে কি?

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়া যাবে। সুবহে সাদিক হলো শেষ রাতে পূর্ব আকাশে লম্বা আকৃতির যে আলোর রেখার আভাস দেখা যায়। তা দেখা যাওয়ার পর থেকে সূর্য ওঠার বেশ কয়েক মিনিট (২০-২২) আগে ফজরের নামাজ পড়া শেষ করতে হয়। এরপর সূর্যোদয়ের সময় ১০-১৫ মিনিট নামাজ পড়া যায় না। সূর্য উঠে গেলে আবার নামাজ আদায় করা যাবে।

সূর্য অস্ত যাওয়া বলতে কী বুঝায়?

সূর্যাস্ত। এটার মানে হলো সূর্য ডুবে যাওয়া। নিরক্ষীয় অঞ্চল থেকে দেখা হিসাবে, বিষুব রৌদ্রটি বসন্ত ও শরৎ উভয়দিকে ঠিক পশ্চিমে সেট করে। ঠিক তখনই পৃথিবী সূর্যের আলো পায় না। এটাকেই আমরা সূর্যাস্ত বলি।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
না ফেরার দেশে 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির প্রযোজক Dec 23, 2025
img
আগামীকাল রুমিন ফারহানার পক্ষ থেকে মনোনয়নপত্র তুলবেন সমর্থকরা Dec 23, 2025
img

তারেক রহমানের আগমন

বিশৃঙ্খলা-অরাজকতা এড়াতে নেতাকর্মীদের প্রতি রিজভীর আহ্বান Dec 23, 2025
img
ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা Dec 23, 2025
img
আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ Dec 23, 2025
img
৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের সমাবেশ Dec 23, 2025
img
‘যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা’ Dec 23, 2025
img
বিপিএলের আগমুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করলেন ৩ বিদেশি ক্রিকেটার Dec 23, 2025
img
ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯ জন কারাগারে Dec 23, 2025
img
রংপুর ৪ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির সদস্য সচিব আখতার Dec 23, 2025
img
ভারতে বাংলাদেশের মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি Dec 23, 2025
img
না ফেরার দেশে ব্রিটিশ রক ও ব্লুজের কিংবদন্তি গায়ক Dec 23, 2025
img
নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখা গেছে: মির্জা ফখরুল Dec 23, 2025
img
সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত সমঝোতায় প্রার্থী উবায়দুল্লাহ ফারুক Dec 23, 2025
img
খুলনায় এনসিপি নেতার গুলিবিদ্ধের ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা Dec 23, 2025
img
দিল্লির আশ্বাসের প্রতিফলন চায় ঢাকা : মুখপাত্র Dec 23, 2025
img
জামদানির ঝলকে রুনা খান, নজর কাড়লেন দর্শকদের Dec 23, 2025
img
বিয়ে করলেন আসিফ আকবরের ছোট ছেলে Dec 23, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে পরিবারের আবেদন Dec 23, 2025
যে কারণে ছেলের হাতে প্রতিদিন মার খান মা Dec 23, 2025