পঞ্চগড়ে হাজার শয্যার হাসপাতাল চাইলেন শরিফুল

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলা থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। উত্তরের এই জেলা থেকে উঠে এসেছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের জেলার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে একটি হাসপাতালের আরজি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সে পোস্টে শরিফুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে; বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত।’

‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ’-যোগ করেন এই বাঁহাতি পেসার।

তাই পঞ্চগড়ের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য একটি হাজার শয্যার হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন শরিফুল লিখেছেন, ‘এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

এফপি/টিএ 

Share this news on: